Ads Area

বিসিএসে যেসব পরিবর্তন আনা হয়েছে

 

বিসিএসে যেসব পরিবর্তন এল
ছবি: এআই জেনারেটেড

বিসিএসের আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বর এবং মোট নম্বরের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে বিসিএস পরীক্ষার মোট নম্বর এখন ১০০০ হবে।

আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসব সিদ্ধান্ত ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে, বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রস্তাবে বলা হয়েছিল, আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক করা যেতে পারে।

Join our Telegram channel@govtjobcircularbd

Subscribe our YouTube channel@TalukdarHelpline (Job Circular Channel)

Follow our Instragram account@the_pro_project

Like our Facebook page@Govt Job Circular BD

Follow our Twitter account@the_pro_project

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area