জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রতিষ্ঠানটি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম ও ১০ম গ্রেডে ১১ ক্যাটাগরির পদে ৭৯ কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ এপ্রিল দুপুর ১২টা থেকে শুরু হয়েছে—চলবে ২৯ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ মে ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সরকারি কর্ম
কমিশন (বিপিএসসি);
১. পদের নাম: সহকারী পরিচালক;
পদসংখ্যা: ১৬টি (অস্থায়ী);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বাংলাদেশ সরকারি
কর্ম কমিশন সচিবালয়;
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স
ইঞ্জিনিয়ার;
পদসংখ্যা: ৫টি (অস্থায়ী);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর;
৩. পদের নাম: সহকারী সচিব (ড্রাফটিং);
পদসংখ্যা: ৮টি (স্থায়ী);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: লেজিসলেটিভ
ও সংসদবিষয়ক বিভাগ;
৪. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি (স্থায়ী);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: ফরেন সার্ভিস
একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়;
৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার;
পদসংখ্যা: ২টি (অস্থায়ী);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর;
৬. পদের নাম: গবেষণা কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি (স্থায়ী);
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: ফরেন সার্ভিস
একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়;
৭. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি (স্থায়ী);
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: ফরেন সার্ভিস
একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়;
৮. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি (স্থায়ী);
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: ফরেন সার্ভিস
একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়;
৯. পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর;
পদসংখ্যা: ১টি (স্থায়ী);
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: ফরেন সার্ভিস
একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়;
১০. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার;
পদসংখ্যা: ২টি (স্থায়ী);
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্থানীয় সরকার
বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর;
১১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী;
পদসংখ্যা: ৪১টি (স্থায়ী);
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্থানীয় সরকার
বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর;
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে
হতে হবে (১ মার্চ ২০২৫ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা টেলিটকের এই ওয়েবসাইট অথবা পিএসসির এই ওয়েবসাইটের নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি
(বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে
পারবেন।
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে পরীক্ষার ফি
বাবদ ৯ম ও ১০ম গ্রেডের জন্য ২০০ এবং সব গ্রেডের (অনগ্রসর নাগরিক) জন্য ৫০ টাকা ফরম
পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৯ মে ২০২৫,
সন্ধ্যা ৬টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য
বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।