টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২৯০০ পদে । TMSS NGO Job Circular 2025

বেসরকারি চাকরির খবর টিএমএসএস এনজিও নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। TMSS NGO Job Circular 2025
Join Telegram for Job Updates

TMSS NGO Job Circular 2025


জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। সংস্থাটি এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে ৫ পদে ২ হাজার ৯০০ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জুনের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস);

১. পদের নাম: শাখা ব্যবস্থাপক;

পদসংখ্যা: ২০০টি;

বেতন: প্রশিক্ষণকালে (৬ মাস) ২৫,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে ৪১,৭১৫ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে;

*মোটরসাইকেল চালনায় সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য);

২. পদের নাম: শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫০০টি;

বেতন: প্রশিক্ষণকালে (৬ মাস) ২০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে ৩২,৮৮০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য);

৩. পদের নাম: ফিল্ড সুপারভাইজার;

পদসংখ্যা: ১৫০০টি;

বেতন: প্রশিক্ষণকালে (৬ মাস) ১৫,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে ৩২,৪৪৫ টাকা;

আবেদনের যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে;

৪. পদের নাম: সহকারী ফিল্ড সুপারভাইজার;

পদসংখ্যা: ৫০০টি;

বেতন: প্রশিক্ষণকালে (৬ মাস) ১৩,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে ২৭,৮১০ টাকা;

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে;

৫. পদের নাম: বিনিয়োগকর্মী;

পদসংখ্যা: ২০০টি;

বেতন: প্রশিক্ষণকালে (৬ মাস) ১৫,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে ৩২,৪৪৫ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ ফাজিল/ স্নাতকোত্তর/কামিল পাস হতে হবে;

*মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে;

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সক্রিয় মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানাসংবলিত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমাদানের রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় থেকে ১০ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে। অথবা,

যে কোনো তফসিলী ব্যাংক থেকে শুধু ‘টিএমএসএস’ শিরোনামে রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক বা সোনালী ব্যাংকে টাকা জমাদানের মূল রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

পরিচালক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) বরাবর আবেদনপত্র পাঠাতে হবে এবং খামের ওপর পদের নাম স্পষ্ট অক্ষরে লিখে ১৫ জুনের মধ্যে নিম্নবর্ণিত যে কোনো ঠিকানায় সরাসরি, ডাক/কুরিয়ারযোগে পৌঁছাতে হবে—

*টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

*টিএমএসএস ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া সদর, বগুড়া-৫৮০০।

*টিএমএসএস ডোমেইন অফিস, ওয়াইএমসিএ স্কুলের পার্শ্বে, ২৮, সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

*টিএমএসএস রাজশাহী ডোমেইন অফিস, রোড নং-০৩, বাসা নং-২৩৩, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা, রাজশাহী।

*টিএমএসএস রংপুর ডোমেইন অফিস, আর কে রোড, ঘাঘটপাড়া, দর্শনা, রংপুর।

*টিএমএসএস চট্টগ্রাম ডোমেইন অফিস, ৫৪৯ ডি টি রোড, আব্দুল আলীর হাট, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম।

*টিএমএসএস যশোর ডোমেইন অফিস, তাবলিগ মসজিদের গলি, ই-ব্লক, সেক্টর #৭, বাসা #৯/৪, নিউমার্কেট উপশহর, যশোর।

*টিএমএসএস সিলেট ডোমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার–সংলগ্ন, বদিকোনা (চণ্ডীপুল), দক্ষিণ সুরমা, সিলেট।

*টিএমএসএস বরিশাল ডোমেইন অফিস, রংধনু রাজকুমার, ঘোষ লেন, সিঅ্যান্ডবি রোড, চৌমাথা (লেকের উত্তর পার্শ্বে), বরিশাল।

*টিএমএসএস দিনাজপুর ডোমেইন অফিস, উপশহর-২, ব্লক নং-২, প্লট নং ৮, হাউস নং-২৭ (তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের পূর্ব পার্শ্বে), সদর, দিনাজপুর। টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদনগর, সদর দক্ষিণ, কুমিল্লা।

*টিএমএসএস নাটোর ডোমেইন অফিস, টিএমএসএস ভবন, বড় হরিশপুর মোড় নতুন বাসস্ট্যান্ড–সংলগ্ন, নাটোর।

*টিএমএসএস ময়মনসিংহ ডোমেইন অফিস, দি অ্যাড্রেস, ৪/ঙ, একাডেমি রোড, রেলক্রসিং, পূর্ব গোহাইলকান্দি, ময়মনসিংহ।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুন ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—

Join Telegram for Job Updates

Post a Comment